১ টাকায় ডিজিটাল মার্কেটিং

প্রতি ক্লাসের খরচ মাত্র ১ টাকা।

ডিজিটাল-মাঝি

১ টাকায় ডিজিটাল মার্কেটিং কেনো বেছে নিবেন?

গণ-ডিজিটাল-মার্কেটিং-কার্যক্রম

সুবিধা বঞ্চিতদের জন্য কার্যক্রম

১৩ থেকে ২৪ বছর বয়েসের ক্লাস ৮ থেকে এইচ.এস.সি. পাশ সুবিধা বঞ্চিত শিশু-কৈশোর এই ১ টাকায় ডিজিটাল মার্কেটিং কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে। এই কার্যক্রমের প্রতিটি ক্লাসে অংশগ্রহণ করা বাবদ প্রত্যেক অংশগ্রহণকারীকে বাংলাদেশী ১ টাকা পরিশোধ করতে হবে। উল্লেখ্য যে, সুবিধা বঞ্চিতদের জন্য এই গণ ডিজিটাল মার্কেটিং কার্যক্রম ডিজিটাল মাঝি দ্বারা পরিচালিত।

প্রোগ্রামের-ক্রাইটেরিয়া-গুলি

প্রোগ্রামের ক্রাইটেরিয়া

আমাদের ক্রাইটেরিয়া গুলি হলো:
১. বয়েস ১৩ বছর থেকে সর্বোচ্চ ২৪ বছর;
২. সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাশ এবং সর্বোচ্চ এইচ.এস.সি. পাশ;
৩. আর্থিক ভাবে অসচ্ছল এবং সুবিধাবঞ্চিত;
৪. ইন্টারনেট সংযোগ সহ এন্ড্রোয়েড মোবাইল অথবা ট্যাব অথবা কম্পিউটার।

অনলাইন-ভিত্তিক-লাইভ-ক্লাস

অনলাইন ভিত্তিক লাইভ ক্লাস

স্থান কাল নির্বিশেষে এবং চিরাচরিত ক্লাস রুমের গন্ডি পেরিয়ে আমাদের কার্যক্রম অনলাইন ভিত্তিক লাইভ পরিচালিত হয়। যাতে যেকেউ যেকোনো জায়গা এবং অবস্থাতে অংশগ্রহণ করতে পারে। উল্লেখ্য যে, অনলাইন ভিত্তিক লাইভ ক্লাস পরিচালনা করার জন্যে আমরা গুগল মিট সফটওয়্যার ব্যবহার করে থাকি।

ক্লাস-শেষে-রেকর্ডিং-আপলোড

ক্লাস শেষে রেকর্ডিং আপলোড

ডিজিটাল টেকনোলজিকে কাজে লাগিয়ে আমাদের অনলাইন লাইভ ক্লাস গুলির রেকর্ড রাখা হয়। রেকর্ডিং গুলির সম্পূর্ণ অধিকার ডিজিটাল মাঝি সংরক্ষণ করে। তবে চর্চা করার উদ্দেশে আমাদের শিক্ষানবিসগণ রেকর্ডিং গুলি তাদের নিজ নিজ মেইল বক্স -এ দেখতে পারবেন। তবে অনলাইন ক্লাসে উপস্থিত না থাকলে ভিডিও রেকর্ডিং পাঠানো হবে না।

শিক্ষানবিসরা কি বলেন আমাদের সম্পর্কে:

হাজার টাকার কোর্স করার পূর্বে আমাদের সকলেরই উচিত একবারের জন্যে হলেও ১ টাকায় ডিজিটাল মার্কেটিংয়ের একটি ক্লাস করে দেখা। কনটেন্ট গুলি খুবই মানসম্মত। ক্লাস ওয়াইজ ধাপে ধাপে বোঝানোর কারণে খুব সহজেই আয়ত্ত করা যায়। আর আন্তরিকতার আমি অভাব দেখিনি কখনো।


প্রথম শিক্ষানবিস - ফাতেমা আক্তার

প্রথম-শিক্ষানবিস

ধাপে ধাপে কি করে লক্ষ্য অর্জন করতে হয় আর কি করেই বা সেই লক্ষ্য কে ধরে রাখতে হয় সেই শিক্ষা আমি হাতে কলমে শিখতে পেরেছি এই প্লাটফর্মে। আসলে আমার মতো যারা অল্প সময়ে লক্ষ্য অর্জন করতে চায় তাদের ভুল গুলিকে শুধরিয়ে নেয়ার এক মাইল ফলক ডিজিটাল মাঝি।


দ্বিতীয় শিক্ষানবিস - আব্দুল কাদের

দ্বিতীয়-শিক্ষানবিস

১ টাকায় ডিজিটাল মার্কেটিং ক্লাস করতে দ্বিধা না করে আজই শুরু করুন।

পরিশেষে যা বলে শেষ করবো। ডিজিটাল মার্কেটিং একটি সিদ্ধি লাভ। আর সেই সিদ্ধি প্রাপ্ত হতে গেলে সাধনার কোনো বিকল্প নেই। ডিজিটাল মাঝি এখানে সেই বাহন যা আপনি ব্যবহার করে সাধনার চূড়ায় চড়ে সিদ্ধি প্রাপ্ত হবেন।

© ডিজিটাল মাঝি। সমস্ত অধিকার সংরক্ষিত।